শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সংক্ষেপে

ট্যুরিস্ট ভিসা দিচ্ছে সৌদি

সৌদি আরবের সরকার প্রথমবারের মতো পর্যটন ভিসা (ট্যুরিস্ট ভিসা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির তেলকেন্দ্রিক অর্থনীতিকে বহুমুখী করার উদ্যোগ হিসেবে এই ভিসা দেওয়া হবে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ সংস্কার কর্মসূচির অন্যতম কেন্দ্রবিন্দু পর্যটনশিল্প। সৌদির তেল স্থাপনায় হামলার দুই সপ্তাহ পরেই এ ঘোষণা এলো। ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, ৪৯টি দেশের নাগরিকরা আজ থেকে সৌদি আরবে যাওয়ার জন্য অনলাইনে টুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন।

 

সিসির সঙ্গে না

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি উপস্থিত থাকায় জাতিসংঘ মহাসচিব আয়োজিত নৈশভোজে নির্ধারিত টেবিলে বসেননি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস আয়োজিত মধ্যাহ্নভোজের সময় এ ঘটনা ঘটে। এরদোগানের জন্য নির্ধারিত টেবিলে মিসরীয় প্রেসিডেন্ট সিসিরও  আসন ছিল। পরে তিনি পাশেই অন্য টেবিলে মধ্যাহ্নভোজ সম্পন্ন করেন। গত ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে এরদোগান বলেন, সিসির মতো লোকের সঙ্গে আমি কখনই কথা বলব না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর