সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জনমত এখন ট্রাম্পের বিপক্ষে

অভিশংসন তদন্তের পক্ষে স্পিকার ন্যান্সি পেলোসি

মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, জনমত এখন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের পক্ষে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপের নতুন তথ্য প্রকাশের পর জনমত রিপাবলিকান প্রেসিডেন্টের বিপক্ষে চলে  গেছে বলে গত শনিবার দাবি করেন ন্যান্সি  পেলোসি। সংবাদভিত্তিক ওয়েবসাইট টেক্সাস ট্রিবিউন আয়োজিত এক অনুষ্ঠানে পেলোসি আরও বলেন, জনমতের জোয়ার পুরোপুরি বদলে গেছে। ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে আসা অভিযোগ ও প্রশাসনের মনোভাব দেখে মার্কিন জনগণ ভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি আরও বলেন, রাজনৈতিক সুবিধা পেতে মার্কিন প্রেসিডেন্ট যে ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করেছিলেন, তা পানির মতো পরিষ্কার। উল্লেখ্য, গত ২৫ জুলাই ট্রাম্প ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে   টেলিফোনে কথা বলেন। ওই সময় ২০২০ সালের  প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে ট্রাম্প ফোনে চাপ  দেন বলে অভিযোগ রয়েছে। এই তদন্ত শুরু না হলে ইউক্রেনের জন্য সামরিক সাহায্য স্থগিত রাখা হবে-ট্রাম্প এমন হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

 

সর্বশেষ খবর