সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সৌদি যুবরাজের বিমানে ইমরানের ভোগান্তি

সৌদি যুবরাজের বিমানে ইমরানের ভোগান্তি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যে বিমানে করে নিউইয়র্ক থেকে ইসলামাবাদে ফিরছিলেন তা ছিল সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের ব্যক্তিগত বিমান। কিন্তু শেষ পর্যন্ত ওই বিমানটি ইমরান খানের জন্য ভোগান্তিই সৃষ্টি করেছে। গত পরশু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর বিমানটি আবার নিউইয়র্কে ফিরে যেতে বাধ্য হয়। বিমানটি পাঁচ ঘণ্টা আকাশে ওড়ার পর যখন কানাডার টরেন্টো শহরের কাছাকাছি ছিল তখন তাতে সমস্যা দেখা দেয়।

এরপর বিমানটি আবারও নিউইয়র্কে ফিরে যায়। এরপর পাক প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী নাসিমুল হক জানান, নিউইয়র্কে ইমরান খান আরও একটি রাত কাটাবেন। ইসলামাবাদে পৌঁছে ইমরানের আজাদ কাশ্মীরের ভূমিকম্পকবলিত এলাকা পরিদর্শনের কথা ছিল। কিন্তু তাতেও বিঘ্ন ঘটেছে বিমানে ত্রুটি দেখা দেওয়ায়। গত সপ্তাহে বাণিজ্যিক ফ্লাইটে করে সৌদি আরব সফরে যান ইমরান খান। এরপর সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তার ব্যক্তিগত বিমানটি দেন এবং ওই বিমানে করে আমেরিকা সফর করতে বলেন। এরপর ওই বিমানে করেই তিনি সফর করেন। কিন্তু ফেরার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তিনি ভোগান্তিতে পড়েন। পার্সটুডে।

সর্বশেষ খবর