শিরোনাম
মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জোটের ৫০০ সেনাকে হত্যার দাবি হুতিদের

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি গত ৭২ ঘণ্টায় সীমান্তবর্তী সৌদি আরবের নাজরান প্রদেশে ঢুকে সৌদি আরবের ৫০০ সৈন্যকে হত্যা ও আরও দুই হাজারের বেশি সৈন্যকে আটকের দাবি করেছে। রবিবার এক সংবাদ সম্মেলনে হুতিরা তাদের এই দাবির পক্ষে একটি ভিডিও ও বেশ কিছু ছবি প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে সৌদি আরবের আটক সৈন্য ও সামরিক যানবাহনের ছবি এবং ভিডিও প্রদর্শন করা হয়। তবে হুতিদের এই দাবির ব্যাপারে সৌদি আরব এখন পর্যন্ত কোনো তথ্য জানায়নি। হুতিদের ভাষ্য সত্য হলে, এটি হবে প্রায় পাঁচ বছর ধরে মধ্যপ্রাচ্যের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনে চলা গৃহযুদ্ধে ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীদের অন্যতম অর্জন।

৩৫০ বন্দী মুক্তির ঘোষণা হুতির : তিন সৌদি নাগরিকসহ ৩৫০ বন্দীকে মুক্তির ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বিদ্রোহীদের বন্দী বিষয়ক জাতীয় কমিটির প্রধান আবদুল কাদের আল মুরতাজা। তিনি জানান, নাজরান প্রদেশের কাছে বিশাল অভিযানে যেসব সেনা ও ভাড়াটে সন্ত্রাসী আটক হয়েছে তাদের মধ্য থেকে তিন সৌদি নাগরিকসহ ৩৫০ জনকে মুক্তি দেওয়া হবে। শুভেচ্ছার নিদর্শনস্বরূপ বন্দী মুক্তির সিদ্ধান্ত নিয়েছে হুতি।

সর্বশেষ খবর