মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ভারতে বন্যায় নিহত ১১৩

ভারতের উত্তর প্রদেশ ও বিহারে গত তিন দিনের টানা ভারি বর্ষণে সৃষ্ট বন্যা এবং ধসে অন্তত ১১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে শুক্রবার থেকে গতকাল পর্যন্ত ৯৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ভারি বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় রাজ্যের কয়েকটি হাসপাতালের ভিতর পানি ঢুকে গেছে।  এছাড়া, পূর্বের বাল্লিয়া জেলা কারাগারে বন্যার পানি ঢুকে পড়ায় সেখানে থাকা প্রায় ৯০০ কয়েদিকে সরিয়ে নিতে হয়েছে বলেও জানান এক পুলিশ কর্মকর্তা। প্রতিবেশী বিহার রাজ্যের রাজধানী পাটনাসহ বেশ কয়েকটি এলাকাও ভারি বৃষ্টিতে বন্যা কবলিত হয়েছে। সেখানে গতকাল পর্যন্ত ২০ জন মারা গেছেন বলে রাজ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায় রয়টার্স। যদিও এনডিটিভি বিহারে মৃতের সংখ্যা ২৭ বলেছে।

 পরবর্তী ২৪ ঘণ্টায় ২৪ জেলার এই রাজ্যটিতে আরও বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। রাজ্যের যে জেলাগুলোতে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে পাটনা তার একটি। জেলার বহু এলাকা বুক সমান পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার জনজীবন স্থবির হয়ে পড়েছে। উদ্ধারকারী নৌকা দিয়ে পানিবন্দী লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর