বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

যে কোনো সময় হামলা ভারতে

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

পাকিস্তানের মদদপুষ্ট সংগঠনগুলো জম্মু-কাশ্মীর তথা ভারতের গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় জঙ্গি হামলা চালানোর ছক কষছে। মঙ্গলবার এ আশঙ্কা প্রকাশ করে ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। বিশ্বের বিভিন্ন দেশ এ বিষয়ে তাদের কাছে উদ্বেগ প্রকাশ করেছে বলেও জানিয়েছে ওয়াশিংটন। পাকিস্তান যদি তাদের দেশে থাকা জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে যে কোনো মুহূর্তে তারা ভারতে নাশকতা করতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার ওয়াশিংটনে ইন্দো-প্যাসিফিক নিরাপত্তাসংক্রান্ত বিভাগের সহকারী সচিব ব্র্যান্ডাল শ্রিভার এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যান্ডাল শ্রিভার বলেছেন, ‘অনেকেই আশঙ্কা করছেন যে নিয়ন্ত্রণ না করতে পারলে পাকিস্তানের জঙ্গিরা যে কোনো মুহূর্তে ভারতে হামলা চালাবে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকেই এ চেষ্টা চলছে। তবে আমার এটা মাথায় ঢুকছে না যে চীনও কেন এ ধরনের সংঘাত চাইছে বা একে সমর্থন করছে। কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫-এ ধারা বাতিল করার পরই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন।’ শুধু কূটনৈতিক আর রাজনৈতিক কারণেই তারা এ পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন শ্রিভার। তিনি বলেন, ‘আমার মনে হয় চীনও চাইবে না কাশ্মীর নিয়ে সংঘাত শুরু হোক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর