বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আলোচনার কথা বলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম-জং উন। এ আগ্রহ প্রকাশের পরদিনই উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের ভাষ্য, উত্তর কোরিয়া সাবমেরিন থেকে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। উত্তর কোরিয়ার ওনসান বন্দরের কাছ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার পথ অতিক্রম করে জাপান সাগরে গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়ার দাবি সত্য হলে উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র প্রকল্পে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে, সবশেষ ঘটনা তা-ই নির্দেশ করে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক মহল তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে।

সর্বশেষ খবর