বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সংক্ষেপে

প্রথম নারী স্পিকার

প্রথমবার পার্লামেন্টে একজন নারী স্পিকার নির্বাচিত করেছেন ইন্দোনেশিয়ার এমপিরা। তিনি সাবেক প্রেসিডেন্ট মেগাবতী সুকর্নপুত্রীর মেয়ে পুয়ান মহারানী নক্ষত্র কুশ্যিলা। মঙ্গলবার সেখানে প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভ) সদস্যদের শপথবাক্য পাঠ করানোর পর তাকে নির্বাচিত করে নতুন পার্লামেন্ট। এ সময় পার্লামেন্টে নয়টি রাজনৈতিক দলের ৫৭৫ জন রাজনীতিক উপস্থিত ছিলেন।

 

আয়লানের বাবার স্বপ্ন

ভ‚মধ্যসাগরের তীরে পাওয়া সিরিয়ার তিন বছরের শিশু আয়লান কুর্দির লাশের ছবি কাঁপিয়ে দিয়েছিল সারাবিশ্ব। সেই আয়লানের নামে জার্মানি তাদের একটি উদ্ধারকারী জাহাজের নামকরণ করেছে। তার বাবা এখন যোগ দিতে চান সেই জাহাজে। ইতালির দৈনিক লা রিপাবলিকায় দেওয়া সাক্ষাৎকারে নিজের আগ্রহের কথা জানান ৪৫ বছর বয়সী আবদুল্লাহ কুর্দি। ভ‚মধ্যসাগরে ভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারকারী জার্মান স্বেচ্ছাসেবী সংস্থা সিআই-এর কাজে সহযোগিতা করতে চান তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর