শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ইউরোপের ওপর নতুন মার্কিন শুল্ক

ইইউ থেকে উড়োজাহাজ ও কৃষিপণ্য আমদানিতে নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইইউ উড়োজাহাজ প্রস্তুতকারী এয়ারবাসকে অন্যায্য ভর্তুকি দিয়ে আসায় দীর্ঘ ১৫ বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন মার্কিনিরা। বুধবার বিশ্ববাণিজ্য সংস্থা ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার (ছয় দশমিক আট বিলিয়ন ইউরো)-এর সমপরিমাণ আমদানির ওপর শুল্ক আরোপ করবে। এর কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনও জানায়, যেহেতু ইউরোপীয় কোম্পানি এয়ারবাসকে ইইউর দেওয়া অন্যায্য ভর্তুকির কারণে মার্কিন উড়োজাহাজ প্রস্তুতকারী বোয়িংয়ের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়ে আসছে, তাই তারা এই শুল্ক আরোপ করবে। তবে ওয়াশিংটন ইউরোপ থেকে উড়োজাহাজ আমদানিতে ১০% ও অন্য কৃষি ও শিল্পপণ্য আমদানিতে ২৫% কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৮ অক্টোবর থেকে তা কার্যকরের কথা বলা হয়েছে। 

 

সর্বশেষ খবর