শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

হংকংয়ে বুলেটের আঘাতে সাংবাদিকের চোখ অন্ধ

হংকংয়ে বিক্ষোভ চলাকালে পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে ইন্দোনেশিয়ার এক সাংবাদিকের ডান চোখ স্থায়ীভাবে অন্ধ হয়ে গেছে। আহত সাংবাদিকের নাম ভেবি মেগা ইন্দাহ। তার আইনজীবী মাইকেল ভিডলার জানান, গত রবিবার চীনের স্বায়ত্তশাসিত এ অঞ্চলে বিক্ষোভের সংবাদ সংগ্রহের কাজ করছিলেন মেগা। এ সময় পুলিশের রাবার বুলেট তার সুরক্ষিত চশমা ভেদ করে চোখে আঘাত হানে। চীনে কমিউনিস্ট শাসনের ৭০ বছর পূর্তির দিন মঙ্গলবার দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে।

এদিন হংকংয়ে ছাতা নিয়ে, মুখোশ পরে দলে দলে বিক্ষোভকারী জড়ো হতে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও জলকামান থেকে পানি ছোড়ে। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পেট্রল বোমা ছুড়েছে।

মুখোশ নিষিদ্ধ : টানা সরকারবিরোধী বিক্ষোভের জের ধরে জনসমাবেশে মুখোশ পরা নিষিদ্ধ করতে যাচ্ছে হংকং সরকার।  এ খবর জানিয়েছে বিবিসি।

 

সর্বশেষ খবর