শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মহাত্মা গান্ধীর অহিংস নীতি স্মরণে মার্কিন কংগ্রেসে বিল

ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর দেড়শতম জন্মবার্ষিকীর দিন ২ অক্টোবর মার্কিন কংগ্রেসে একটি বিল (এইচআর-৬০৭) উত্থাপন করেছেন নিউইয়র্কের কংগ্রেসওম্যান গ্রেস মেং। উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘ এ দিনকে ‘ইন্টারন্যাশনাল ডে অব নন-ভায়োলেন্স’ ঘোষণা করেছে। অর্থাৎ বিশ্বে অহিংস প্রক্রিয়ায় শান্তি প্রতিষ্ঠার অন্যতম একটি অবলম্বন হিসেবে মহাত্মা গান্ধীর জন্মদিনকে নির্ধারণ করা হয়েছে। সে আলোকে গ্রেস মেং উত্থাপিত এই বিলে বিশ্বে  গান্ধীর প্রতি আমেরিকানদেরও যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান রয়েছে। মেং উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের অবিসংবাদিত মানবাধিকার নেতা ড. মার্টিন লুথার কিং-ও গান্ধীর পথ অনুসরণ করেছিলেন সামাজিক শান্তি-সম্প্রীতির জন্যে। শান্তিপূর্ণ প্রতিবাদেই হানাহানি লাঘব করতে পারে এবং তা প্রমাণিত। আর যুদ্ধ-সংঘাত পরিহার করে অহিংস আন্দোলনের পথে সবাইকে ধাবিত করতে দরকার প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ ও জনসচেতনতা তৈরি।

 

 

সর্বশেষ খবর