শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

হেগে সৌদি দূতাবাস সড়কের নাম পাল্টে ‘খাশোগি সড়ক’

হেগে সৌদি দূতাবাস সড়কের নাম পাল্টে  ‘খাশোগি সড়ক’

হল্যান্ডের মানবাধিকার কর্মীরা হেগে সৌদি দূতাবাস সড়কের নাম পরিবর্তন করে খাশোগি সড়ক করেছে। হল্যান্ডের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্যোগে এ পদক্ষেপ নেওয়া হয়। সৌদি সরকারের হাতে সাংবাদিক খাশোগি হত্যার বার্ষিকীতে এ পদক্ষেপ নিয়েছে তারা। এছাড়া তুরস্কের মানবাধিকার কর্মীরা ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের সামনে খাশোগি স্মৃতিস্তম্ভ স্থাপন করেছে। ইউরোপের আরও কয়েকটি দেশের মানবাধিকার কর্মীরাও  সৌদি দূতাবাস সড়কের নাম পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার এক বছর পূর্ণ হয়েছে বুধবার। গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেট ভবনে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রথমদিকে সৌদি সরকার এ হত্যাকান্ডের কথা সরাসরি নাকচ করলেও পরবর্তীতে নানা তদন্তের ভিতর দিয়ে তা  পরিষ্কার হচ্ছে। পার্সটুডে।

সর্বশেষ খবর