শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

অস্ত্রোপচারে বাঁচল গোল্ডফিশ

অস্ত্রোপচারে বাঁচল গোল্ডফিশ

সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি মানুষ চুল কাটে নিজেকে পরিচ্ছন্ন রাখার জন্য। কিন্তু সম্প্রতি একটি গোল্ডফিশের চুল অর্থাৎ মাথার ‘হুড’ কাটা হয়েছে শুধু তার জীবন বাঁচানোর জন্য। দুই বছরের কার্ডিফের ওই গোল্ডফিশের নাম বাবলস। সম্প্রতি দেখা যাচ্ছিল পানির মধ্য ভাসতে ভাসতে বারবার উল্টে যাচ্ছে গোল্ডফিশটি। তার পরই তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যায় তাকে যে ব্যক্তি পুষছিলেন। বাবলসকে দেখে চিকিৎসক বলেন, তার মাথায় থাকা লাল রঙের লোমশ অংশ যা মাছের ‘হুড’ নামে পরিচিত, সেটি অস্বাভাবিক হারে বেড়ে গেছে। তাই এ সমস্যা। তার পরই সেটি কেটে ফেলা হয়। যার জেরে সমস্যা থেকে মুক্তি পায় বাবলস।

 

সর্বশেষ খবর