শিরোনাম
শনিবার, ৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে এনআরসি মোকাবিলা করতে একাট্টা হিন্দু-মুসলিম

মতুয়া, দলিত, নমশূদ্র এবং কয়েকটি মুসলমান সংগঠনের নেতাদের বৈঠক

আসামের আদলে পশ্চিমবঙ্গেও জাতীয় নাগরিকপঞ্জি (এরআরসি) তৈরি হবে কি না, তা নিয়ে অনেকের মধ্যেই একটা আশঙ্কা কাজ করছে। যদিও বিজেপি সভাপতি এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কদিন আগেই কলকাতায় আবারও বলেছেন হিন্দুদের কোনো ভয় নেই, তাদের একজনকেও দেশ  থেকে বের করা হবে না। তাদের নাগরিকত্ব দিয়ে তবেই এনআরসি হবে ওই রাজ্যে। তবুও হিন্দুদের মধ্যেই তথাকথিত নিম্নবর্গীয় যারা সেই দলিত, নমশূদ্র এবং মতুয়াদের একটা বড় অংশ বিজেপি নেতৃত্বেও সেই আশ্বাসে ভরসা করতে পারছেন না। তারা এখন মুসলিম সংগঠনগুলোর সঙ্গে একযোগে পশ্চিমবঙ্গে সম্ভাব্য এনআরসি প্রক্রিয়ার মোকাবিলা করতে চাইছেন। বৃহস্পতিবার মতুয়া, দলিত, নমশূদ্র এবং কয়েকটি মুসলমান সংগঠন এনআরসি হলে কীভাবে তার মোকাবিলা করা হবে, তা নিয়ে আলোচনায় বসেছিলেন। সেখানে একটি  যৌথ মঞ্চ গড়া হয়েছে। যাতে হিন্দু-দলিত-মুসলমান সব সম্প্রদায়ের মানুষই রয়েছেন। যৌথ মঞ্চের একজন আহ্বায়ক সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি মুহম্মদ কামরুজ্জামান। তিনি বলছিলেন, ‘একদিকে হিন্দু ভাইরা আতঙ্কে আছেন আসামের অবস্থা দেখে যেখানে লাখ লাখ হিন্দুর নাম এনআরসিতে নেই। তাদের আবার নাগরিকত্ব দিয়ে দেওয়ার স্বপ্ন দেখানো হচ্ছে। অনেকেই সেই আশ্বাসে আর ভরসা করতে পারছেন না।

সর্বশেষ খবর