শনিবার, ৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

এবার চীনের প্রতি বাইডেনের বিরুদ্ধে তদন্তের আহ্বান

ডেমোক্র্যাটিক পার্টি বলছে এটি ক্ষমতার অপব্যবহার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভেøাদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোন আলাপে ট্রাম্প তাকে জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত করার আহ্বান জানান। এটি ক্ষমতার অপব্যবহার বলে অভিযোগ করছে ডেমোক্র্যাটিক পার্টি। এই অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করেছে তারা। বছর খানেক পরই মার্কিন নির্বাচন। সেই নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে জো বাইডেনকে। সুতরাং তাকে কোনোভাবে ঘায়েল করতে পারলে ট্রাম্পেরই লাভ। সে জন্যই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রথমে ইউক্রেনের প্রেসিডেন্টকে তদন্ত করতে বলেন। কিন্তু সেই ঘটনায় প্রায় ইমপিচমেন্টের কাছাকাছি ট্রাম্প। তারমধ্যে সেই একই ব্যক্তি অর্থাৎ সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে বৃহস্পতিবার প্রকাশ্যে চীনকে একই আহ্বান জানান। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাইডেনদের বিরুদ্ধে চীনের তদন্ত শুরু করা উচিত।’ তিনি জানান, এর আগে তিনি বাইডেন ও তার  ছেলের বিরুদ্ধে তদন্ত করার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে অনুরোধ করেননি। তবে ‘অবশ্যই এটি এমন এক বিষয়, যে ব্যাপারে আমরা চিন্তা শুরু করতে পারি,’ বলেন ট্রাম্প।

সর্বশেষ খবর