শিরোনাম
শনিবার, ৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সূর্য কি ছিঁড়েখুঁড়ে খেয়ে ফেলল কৃষ্ণগহ্বর!

সূর্য কি ছিঁড়েখুঁড়ে খেয়ে ফেলল কৃষ্ণগহ্বর!

মহাকাশে প্রতি মুহূর্তে যে কত কিছু ঘটছে তার ইয়ত্তা নেই। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা-নাসার ‘ট্রানজিটিং এক্সেপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট-টেসের টেলিস্কোপে গত সপ্তাহে ধরা পড়েছে মহাকাণ্ড। টেসের ওই মিশনের প্রধান টমাস হোলিয়েন অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে তাদের এই বিরল অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, ‘মহাজাগতিক অসাধারণ ঘটনা ভাগ্যের জোরে আমরা দেখতে পেলাম। সত্যিই এটা অদ্ভুত ও খুবই ভালো। এজন্যই বিজ্ঞানকে নিরন্তর এগিয়ে নিয়ে যাওয়া জরুরি।’ ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর এমন একটি জিনিস যার চৌম্বক ক্ষমতা এত বেশি যে, যে কেউ এর সংস্পর্শে এলে সেটি তার ভিতরে হারিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ৩৭ কোটি ৫০ লাখ বছর আগে।

সর্বশেষ খবর