শনিবার, ৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ফের উচ্চপর্যায়ের বৈঠকে উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র

কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহেই উত্তর কোরিয়া ও মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে বসছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। জুনে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থমকে থাকা নিরস্ত্রীকরণ আলোচনা ফের শুরুর আগ্রহ দেখানোর চার মাস পর সুইডেনে এ আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে। দুই দেশের মধ্যকার এ বৈঠকে ট্রাম্পের নিয়োগ দেওয়া উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন দূত স্টিফেন বিগেন মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর