রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

কাশ্মীরে গ্রেনেড বিস্ফোরণ

কলকাতা প্রতিনিধি

ভারতের জম্মু-কাশ্মীরের অনন্তনাগ শহরে ডেপুটি কমিশনারের (ডিসি) অফিসের সামনে ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণে ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ট্রাফিক পুলিশ, গণমাধ্যমের কর্মীরাও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারায় জম্মু-কাশ্মীরকে প্রদান করা বিশেষ আইনি অধিকার ও মর্যাদা খারিজের পর এই প্রথম গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটল। গতকাল সকালে শ্রীনগর থেকে ৫৫ কিলোমিটার দূরে অনন্তনাগ শহরের ডিসি অফিসের বাইরে কড়া টহলরত নিরাপত্তাবাহিনীর ওপর গ্রেনেড ছুঁড়ে মারে জঙ্গিরা। যদিও গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার ওপরেই ফেটে যায়। গ্রেনেডের স্পিন্টারের আঘাতে ট্রাফিক পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের কর্মীসহ ১৪ জন আহত হয়েছেন।

সর্বশেষ খবর