সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

গঙ্গায় প্রতিমা বিসর্জন দিলেই জরিমানা ৫০ হাজার!

গঙ্গায় প্রতিমা বিসর্জন দিলেই জরিমানা ৫০ হাজার!

এবার গঙ্গায় প্রতিমা বিসর্জন ও পূজার সামগ্রী ফেলায় নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। এ ছাড়া, প্রতিমা তৈরিতে বিষাক্ত দ্রব্য, রাসায়নিক, রং এবং অপচনশীল দ্রব্য ব্যবহারেও নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে গুনতে হবে ৫০ হাজার রুপি জরিমানা। সম্প্রতি পশ্চিমবঙ্গসহ ভারতের ১১টি রাজ্যকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। ভারতের ‘ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা’ এই নিষেধাজ্ঞা দিয়েছে। নির্দেশনা পাঠানো হয়েছে উত্তরাখ , উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিবঙ্গসহ ভারতের ১১টি রাজ্যে। সংস্থাটি জানায়, বিসর্জনের পর প্রতিমার কাঠামো দ্রুত সরানো হলেও রঙ, শোলার গয়না, ফুলের মালাসহ পূজা সামগ্রী পানিতে ভেসে থাকে। এতে বাড়ে দূষণ। যা জলজ প্রাণীদের জন্য ক্ষতিকর।

সর্বশেষ খবর