সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

তুরস্কে আটক ৩৫ হাজার অভিবাসনপ্রত্যাশী

তুরস্কে আটক ৩৫ হাজার অভিবাসনপ্রত্যাশী

চলতি বছর ৩৫ হাজার সিরীয় অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে তুরস্কের উপকূলরক্ষী বাহিনী। একই সঙ্গে ৫৬ মানব পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে। এ বছর অবৈধ অভিবাসীর সংখ্যা অনেক বেড়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে অনিয়মিত অভিবাসীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ হারে বৃদ্ধি  পেয়েছে। গত জুলাই ও আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে অনিয়মিত অভিবাসীর সংখ্যা ছিল সর্বোচ্চ। এদের বেশির ভাগই এসেছেন সিরিয়ার আলেপ্পো থেকে। কারণ  দেশটিতে চলা দীর্ঘ গৃহযুদ্ধের পর রাশিয়ার সহায়তায় সিরিয়া সরকার, সেখানে বিমান  হামলা জোরদার করায় প্রাণ বাঁচাতে তারা পালিয়ে গেছেন সিরিয়া থেকে। চলতি বছরের প্রথম ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিতে  গিয়ে প্রায় ৩৫ শরণার্থী অভিবাসী সাগরে ডুবে মারা গেছেন।

সর্বশেষ খবর