মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
অভিবাসনবিরোধী আরেকটি আইন

গরিবরা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না

অভিবাসনবিরোধী আরেকটি আইন জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪ সেপ্টেম্বর জারিকৃত এ বিধিতে আত্মীয় কিংবা পারিবারিক ভিসায় আমেরিকায় আসতে আগ্রহীদের প্রমাণ করতে হবে যে, তারা যুক্তরাষ্ট্রে এসেই বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করবেন না অর্থাৎ তারা আর্থিকভাবে সবল। ভিসা লাভের পর নিজ দেশ ত্যাগের আগেই স্বাস্থ্যবিমার ব্যবস্থা করতে হবে। অন্যথায় তারা ভিসার সুযোগ পাবেন না।

এই বিধির বিরুদ্ধে আদালতে কোনো মামলা না হলে ৪ নভেম্বর তা কার্যকর হবে। এর ফলে পারিবারিক কোটায় যুক্তরাষ্ট্রে আসার বহুল পরিচিত একটি বিধিও প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণকারীদের স্বজনের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ খর্ব হবে বলে মন্তব্য করেছেন অভিবাসনবিষয়ক আইনজীবীরা। ‘এটি মুসলিম ব্যান রীতির মতোই ট্রাম্পের আরেকটি জঘন্য নির্দেশ’ বলে মন্তব্য করেছেন ইমিগ্রেশন অ্যাটর্নি ও ডেমক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার মঈন চৌধুরী।

সর্বশেষ খবর