মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সংক্ষপে

সংক্ষপে

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত দুই পাইলটসহ তিনজন নিহত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্থানীয় এক নারী রয়েছেন। রবিবার দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানার বিক্রাবাদ জেলার একটি আবাদি জমিতে বিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় পুলিশ জানায়, বিক্রাবাদ জেলার বান্টাওয়ারাম নামক স্থানে একটি ফসলের   জমিতে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই দুই পাইলটসহ স্থানীয় এক নারী নিহত হন। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

রোষের মুখে এমপি নুসরাত জাহান ধর্ম পরিবর্তনের নির্দেশ মৌলবির

কলকাতা প্রতিনিধি

তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। চলতি বছরের গোড়ার দিকে ভারতীয় ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করার পর মঙ্গলসূত্র সিঁদুর পরা নিয়ে রোষানলে পড়ে ছিলেন তৃণমূলের প্রথমবারের সাংসদ। সে সময় বিষয়টি বহুদূর গড়ায়। আর এবার একজন মুসলিম হয়েও দুর্গাপূজার অঞ্জলি দিয়ে, ঢাক বাজিয়ে রোষের মুখে টালি অভিনেত্রী। নুসরাতের এ কর্মকা-ের কারণে তাকে নাম ও ধর্ম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন এক মৌলবি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর