বুধবার, ৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কাশ্মীর

পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কাশ্মীর

পর্যটকদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে কাশ্মীর। জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে চলেছে। রাজ্যপাল সত্যপাল মালিকের নির্দেশে প্রায় দু-মাস পর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে যাচ্ছে। সোমবার  দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাডভাইজরিকে রাজ্যপাল এই মর্মে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। রাজ্যপালের  ঘোষণা অনুযায়ী, আগামী ১০ অক্টোবর বৃহস্পতিবার  থেকে জম্মু-কাশ্মীর আগের মতোই পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে। সরকারি মুখপাত্র জানান, রাজ্যপাল সত্যপাল মালিক পর্যটকদের ওপর থেকে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে প্রশাসনকে নির্দেশ দেন। সে মোতাবেক সিদ্ধান্ত হয়েছে যে, ১০ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। জম্মু ও কাশ্মীরের তথ্য দফতর টুইট করে জানিয়েছে, রাজ্যপাল সত্যপাল মালিক নিরাপত্তা নিয়ে পরামর্শদাতা এবং মুখ্যসচিবের সঙ্গে রিভিউ মিটিং করেন। রাজ্যপাল স্বরাষ্ট্র দফতরকে দেওয়া নির্দেশিকায় বলেছেন, রাজ্য  থেকে পর্যটক বেরিয়ে যেতে বলার আদেশ তুলে নেওয়া হচ্ছে। ১০ অক্টোবর থেকে এটা কার্যকর হবে।

ভারতের কেন্দ্রীয় সরকার ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করে নেয়। পাশাপাশি রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার কথা জানায়।

সর্বশেষ খবর