বুধবার, ৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ফেলে দেওয়া কমলা যেভাবে ‘সবুজ মিরাকল’ ঘটিয়েছিল

ফেলে দেওয়া কমলা যেভাবে ‘সবুজ মিরাকল’ ঘটিয়েছিল

একটি বনের মধ্যে আবর্জনা দিয়ে ভরে রাখা পরিবেশের জন্য সহায়ক কোনো সমাধান হিসেবে ভাবা হয় না, কিন্তু সেটাই ঘটেছে কোস্টারিকায়। দেশটির উত্তরাংশের পতিত চারণভূমি গুয়ানাকাস্তে প্রিজার্ভ যেখানে ১ হাজারের বেশি ট্রাকে করে ১২ হাজার টন কমলার খোসা ও কোয়া ফেলা হয়েছিল। দুই দশক পরে সেখানে ঘটে যায় চমকপ্রদ এক ঘটনা। ২০১৩ সালে প্রিনস্টন ইউনিভার্সিটির বিজ্ঞানীদের একটি প্রতিনিধি দল সেখানে ফিরে যান এবং আবিষ্কার করেন, সেখানে ১৭৬% জৈব জ্বালানি বৃদ্ধি পেয়েছে। একেবারে বিরান ছিল এমন ৩ হেক্টর এলাকা সতেজ রেইন ফরেস্ট হিসেবে রূপান্তরিত হয়ে গেছে। বিবিসি। এটা ঘটার পেছনে ছিল বন সংরক্ষণে নেওয়া বৈপ্লবিক এক নিরীক্ষা, যদিও তা বাধাগ্রস্ত হয়েছিল। ১৯৯৬ সাল। সে সময় জুস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেল ওরোর পানীয় প্রক্রিয়াজাতকরণ শোধনাগার ছিল গুয়ানাকাস্তে সংরক্ষিত বনের পাশেই। আমেরিকান বন সংরক্ষক ড্যানিয়েল জ্যানজেন ও উইনি হ্যালওয়াচ, দুজনেই পেনসিলভানিয়া ইউনিভার্সিটির বাস্তুবিদ্যা বিশেষজ্ঞ এবং কোস্টারিকার পরিবেশবিষয়ক কর্তৃপক্ষের পরামর্শক হিসেবে কাজ করার সময় ডেল ওরোকে প্রস্তাব দিলেন যে, তাদের একটি বিস্তীর্ণ এলাকার ভূমি দান করা হোক। বিনিময়ে কোম্পানিটির ব্যবহৃত কমলার খোসা ও কোয়া সংরক্ষিত বনের পতিত চারণভূমিতে ফেলার অনুমতি দেওয়া হবে।

সর্বশেষ খবর