বুধবার, ৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
মুসলিম নিপীড়ন

২৮ চীনা সংস্থা কালো তালিকাভুক্ত

২৮টি চীনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম নৃগোষ্ঠী উইঘুরদের ওপর নিপীড়নে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তালিকাভুক্ত ২৮টি প্রতিষ্ঠানের মধ্যে চীনের সরকারি সংস্থার পাশাপাশি প্রযুক্তিবিষয়ক কোম্পানিও রয়েছে।  ফলে সংস্থাগুলো ওয়াশিংটনের অনুমতি ছাড়া মার্কিন পণ্য ক্রয় করতে পারবে না। সম্প্রতি মার্কিন বাণিজ্য দফতরের প্রকাশিত নথিতে বলা হয়, ২৮টি প্রতিষ্ঠান মানবাধিকার লঙ্ঘন করেছে। চীনের উইঘুর সম্প্রদায়কে নিপীড়নে জড়িত ছিল তারা। প্রতিষ্ঠানগুলো উইঘুর, কাজাখসহ অন্য মুসলিম সংখ্যালঘুদের নিপীড়নে সহায়তা করেছে।

সর্বশেষ খবর