শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ইন্দোনেশিয়ার নিরাপত্তামন্ত্রী ছুরিকাহত

ইন্দোনেশিয়ার নিরাপত্তামন্ত্রী ও সাবেক সেনাপ্রধান উইরান্টোকে ছুরিকাঘাত করেছে একদল দুর্বৃত্ত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে দুটি গভীর ক্ষত হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত। গতকাল জাভা দ্বীপের বান্টেন প্রদেশের পান্ডেগ্লাং শহরে এই ঘটনা ঘটে। দেশটির পুলিশ মুখপাত্র দেদি প্রাসিতো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী। বার্তা সংস্থা এএফপি জানায়, পুলিশের দাবি হামলাকারী আইএস আদর্শে উদ্বুদ্ধ। সামাজিক মাধ্যমে ছড়িয়েপড়া ভিডিও ক্লিপে দেখা যায়, মন্ত্রী গাড়ি থেকে নামার সময় কালো শার্টপরা এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, হামলার পর মাটিতে লুটিয়ে পড়েন মন্ত্রী। হামলাকারীদের সঙ্গে উপস্থিত জনতা মারামারি করতে থাকে। বিগত মাসগুলোতে দেশটির অস্থিরতা নিরসনে উইরান্টোকে দায়িত্ব দেন প্রেসিডেন্ট জোকো উইডোডো। সাবেক এই সেনাপ্রধান ২০১৬ সাল থেকে নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। নিরাপত্তামন্ত্রী হিসেবে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষাসহ পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধান করেন।

সর্বশেষ খবর