শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ভারতে জিনপিংকে বর্ণাঢ্য সংবর্ধনা

কলকাতা প্রতিনিধি

কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই চব্বিশ ঘণ্টার ভারত সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে সবকিছু পেছনে ফেলে চীনা প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল ভারত। গতকাল দুপুর ২টার পর তিনি চেন্নাই বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারীলাল পুরোহিত, রাজ্যটির মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী। সেখানে একটি গালা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর চেন্নাইয়ে আইটিসি গ্র্যান্ড চোলা হোটেলে বিশ্রাম নিয়ে বিকাল ৪টায় পৌঁছান মামাল্লাপুরমে  সেখানে তামিলনাড়ুর ঐতিহ্যমন্ডিত পোশাক (সাদা ধুতি ও শার্ট) পরে জিনপিংয়ের সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকালে প্রধানমন্ত্রী মোদি তাকে তিনটি প্রাচীন স্মৃতিসৌধ ঘুরিয়ে দেখান। এর পর আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। আজ সকালে চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক সারবেন দুই নেতা। যদিও ওই বৈঠকে কোনো চুক্তি বা সমঝোতা স্বাক্ষরিত হবে না। বৈঠকের প্রধান উদ্দেশ্যই হলো দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও বৃদ্ধি করা।

সর্বশেষ খবর