শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সমঝোতায় না গেলে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা

সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সেনাদের হটাতে তুরস্কের সেনা অভিযানের বিরুদ্ধে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা। বৃহস্পতিবার সিনেটের ২৯ জন সদস্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ অনুরোধ জানান। এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, তুরস্কেও সেনা অভিযানে ওয়াশিংটনের সায় নেই। তবে, হামলা ঠেকাতে তিনটি কাজ করতে পারে যুক্তরাষ্ট্র। প্রথমত, আন্তর্জাতিক নেতাদের সহায়তায় সরাসরি তুরস্কের ওপর নিষেধাজ্ঞা।

সর্বশেষ খবর