রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জিনপিং-মোদি বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ ওঠেনি

চীন-ভারত নতুন সম্পর্ক শুরু করার ইঙ্গিত

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে অনুষ্ঠিত আলোচনায় কোনো পক্ষই কাশ্মীর প্রসঙ্গ তোলেনি। তারা বরং চীন-ভারত নতুন সম্পর্ক শুরুর ইঙ্গিত দিয়েছেন। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাশ্মীর প্রশ্নে মতান্তর সত্ত্বেও দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ৫০ কিমি দূরে মমলন্টপুরম (জায়গাটির পূর্বনাম ‘মহাবলীপুরম’) সৈকতের কাছে একটি রিসোর্টে দুই রাষ্ট্রনেতা শুক্র ও শনিবার অনানুষ্ঠানিক আলোচনায় মিলিত হন। প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার পাকিস্তান থেকে এখানে আসেন এবং গতকাল দুপুরে চেন্নাই থেকে নেপালে রওনা হয়ে গেছেন। শুক্রবার রাতে মোদি-জিনপিং বৈঠকে ৫ ঘণ্টা আলোচনা চলে। এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারতের ঘাটতি, নতুন বিনিয়োগে ক্ষেত্র অনুসন্ধান, সন্ত্রাস ও মৌলবাদ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে কথা হয়। তারা স্থির করেন, সন্ত্রাসবাদ যাতে দুই দেশের বহুস্তরীয় সংস্কৃতি ও সমাজকে বিনষ্ট না করতে পারে সেজন্য একত্রে কাজ করা হবে। জিনপিং-মোদি প্রথম অনানুষ্ঠানিক বৈঠক হয় গত বছর, ডোকলামে। দুই দেশের সৈন্যদের মধ্যে ৭৩ দিনের উত্তেজনার পর। ওই বৈঠকের স্থান ছিল চীনের হ্রদ শহর উহান। শুক্র ও শনিবারের দুই দফার বৈঠকের পর দৃশ্যতই খুশি নরেন্দ্র মোদি ও শি জিনপিং। মোদি বলেন, ‘উহানের শীর্ষ সম্মেলন ভারত ও চীনের পারস্পরিক বিশ্বাস ও সম্পর্ককে জোরদার করতে বড় ভূমিকা নিয়েছিল। আর চেন্নাইয়ের এ বৈঠকে (চেন্নাই কানেক্ট) দুই দেশই পারস্পরিক সম্পর্কে একটি নতুন যুগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে।’

চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর দুই দেশের প্রতিনিধি দলের বৈঠকে এ কথা জানান নরেন্দ্র মোদি। শুক্রবার রাতের বৈঠক সম্পর্কে মোদির সুরে সুর মিলিয়েই জিনপিং বলেন, ‘প্রধানমন্ত্রীর (নরেন্দ্র মোদি) সঙ্গে আমার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা হয়েছে খুবই আন্তরিকভাবে। নতুন যুগ শুরু হলো দুই দেশের সম্পর্কে।’ পররাষ্ট্র সচিব গোখলে বলেন, দুই নেতাই একে অন্যকে তাদের জাতীয় দর্শন কী তা জানিয়েছেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতার পথে কীভাবে এগোনো যায়, তা নিয়ে কথা বলেছেন। গোখলে জানান, চীনা প্রেসিডেন্ট বলেছেন, ‘তামিলনাড়ুর সঙ্গে চীনের পারস্পরিক মতবিনিময় ও সমুদ্র বাণিজ্য নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগের দীর্ঘ ইতিহাস রয়েছে। সে ইতিহাস এমনভাবে বাঁচিয়ে রাখতে হবে যাতে দ্বিপক্ষীয় সম্পর্কের বিকাশ আরও দীর্ঘস্থায়ী হয় আর তা এশীয় সভ্যতার পক্ষে নতুন গৌরবের হয়।’

শীর্ষ বৈঠক শেষে গতকাল যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত-চীন দ্বিপক্ষীয় সুসম্পর্কের নতুন সুতো জুড়েছে চেন্নাইয়ের বৈঠক।’ চীনা প্রেসিডেন্ট বলেন, ‘বৈঠক ছিল আন্তরিকতায় ভরা।’

গতকাল প্রথমে মহাবলীপুরমের সৈকতে দুই রাষ্ট্রনেতা পায়চারি করেন। তারপর গলফ কার্টে চেপে একটি বিলাসবহুল রিসোর্টে গিয়ে একের সঙ্গে এক বৈঠক করেন। তারপর দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি স্তরে বৈঠক হয়েছে। এরপর ওই রিসোর্টের শিল্পশালা ঘুরে দেখেন জিনপিং ও মোদি। জিনপিংয়ের মুখম ল অঙ্কিত দুটি কাপড় চীনা প্রেসিডেন্টকে খুলে দেখান মোদি নিজেই। তারপর তার জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন মোদি।

পরে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দেন, দুই নেতার প্রায় ৯০ মিনিটের পারস্পরিক আলোচনায় কাশ্মীর প্রসঙ্গ উত্থাপিত হয়নি। ‘কারণ আমাদের দিক থেকে আমরা পরিষ্কার। এটা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়,’?কাশ্মীর ইস্যু প্রসঙ্গে বললেন গোখলে। তিনি আরও বলেছেন, দুই দিনে মোট ৬ ঘণ্টা আলোচনা হয়েছে দুই দেশের নেতার মধ্যে। আলোচনায় মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ও চিন্তাধারা আদান-প্রদান, আজকের বিশ্বের জটিল মানসিকতায় চরমপন্থা ও সন্ত্রাসবাদ মোকাবিলার প্রসঙ্গ উঠে এসেছে। গোখলে জানালেন, ‘আগামী শীর্ষ সম্মেলনের জন্য চীনে মোদিকে আমন্ত্রণ জানিয়ে গিয়েছেন জিনপিং এবং মোদি তা গ্রহণ করেছেন। মানসসরোবর যাত্রার পুণ্যার্থীরা যাতে আরও সুবিধা পান সেদিকে লক্ষ্য রাখবেন বলে জানিয়েছেন শি। চীনের ফুজিয়ান প্রদেশের সঙ্গে তামিলনাড়ুর সংযোগ কী করে আরও উন্নত করা যায় সে বিষয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা বলেছেন মোদি।’

সর্বশেষ খবর