সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

হাগিবিসে লন্ডভন্ড জাপান, নিহত ২১

কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন হাগিবিসের আঘাতে জাপানের রাজধানী টোকিও ও পার্শ্ববর্তী উত্তর-পূর্ব অঞ্চল লন্ডভন্ড হয়েছে। জাপানের প্রধান দ্বীপ হনশুতে আঘাত হানা প্রবল এ টাইফুনে অন্তত ২১ জনের মৃত্যু ও দুই শতাধিক আহত হয়েছেন। এ ছাড়া প্রায় ১৬ জন নিখোঁজ রয়েছেন। হাগিবিসের প্রভাবে ইতিমধ্যে জাপানের ৮ শতাধিক ফ্লাইট, দ্রুতগামী বুলেট ট্রেনসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। প্রায় ৩০ লাখ মানুষ শনিবার থেকে বিদ্যুৎহীন রয়েছেন। প্রায় ৬০ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে গেছেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ পর্যন্ত ২১ জনের মৃতদেহ উদ্ধার করলেও এ সংখ্যা আরও বাড়তে পারে। প্রধানমন্ত্রী শিনজো আবে সাংবাদিকদের বলেন, ‘এটা একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ইতিমধ্যে কয়েক হাজার এসডিএফ (সৈন্য) উদ্ধার তৎপরতা শুরু করেছে। আমরা জনগণকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছি।

সর্বশেষ খবর