মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

অযোধ্যায় ১৪৪ ধারা জারি

বাবরি মসজিদ মামলা

বাবরি মসজিদ ভূমি নিয়ে বিরোধ মামলার শেষ পর্বের শুনানি গতকাল থেকে শুরু হয়েছে। রায় নিয়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভারতের অযোধ্যা শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এনডিটিভি জানায়, রবিবার সকাল থেকেই কারফিউ কার্যকর হয়েছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত যা টানা বহাল থাকবে। দশেরা উৎসবের জন্য প্রায় এক সপ্তাহ ছুটি থাকার পর গতকাল ভারতের সুপ্রিম কোর্টে এ মামলার শুনানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আগামী ১৭ নভেম্বরের মধ্যে রায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, ওই দিন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর মেয়াদ শেষ হবে। এক টুইটে ফৈজাবাদ জেলা ম্যাজিস্ট্রেট অনুজ কুমার ঝা বলেন, ‘অযোধ্যা ভূমি বিরোধ মামলার রায় হতে পারে বিবেচনায় আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত পুরো জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’ এদিকে সরকারের এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। তারা দীপাবলি উৎসবে বিরোধপূর্ণ জমিতে প্রদীপ জালানোর অনুমতি চেয়েছে। অন্যদিকে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি বলেছে, যদি ওই জমিতে প্রদীপ প্রজ্বলনের অনুমতি দেওয়া হয় তবে তারাও সেখানে নামাজ পড়ার অনুমতি চাইবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর