মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

৭৫ বছর বয়সে মা হলেন...

৭৫ বছর বয়সে মা হলেন...

ভারতের রাজস্থানের কোটা এলাকা। সেখানে ৭৫ বছর বয়সে কন্যাসন্তানের মা হয়েছেন এক বৃদ্ধা। শনিবার রাতে তিনি ওই সন্তনের জন্ম দেন। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকরা। টেস্টটিউব পদ্ধতিতে মানবদেহের বাইরে শুক্রাণুর দ্বারা ডিম্বাণু নিষিক্ত করার পদ্ধতি হিসেবে পরিচিত ‘আইভিএফের সহায়তায় মা হয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয়, শিশুটির ওজন মাত্র ৬০০ গ্রাম। রাজস্থানের কিনকর হাসপাতালে জন্ম নেয় শিশুটি। জন্মের পরপরই শিশুটিকে অন্য একটি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। শিশু বিশেষজ্ঞদের একটি দল তাকে পর্যবেক্ষণ করছে। ৭৫ বছর বয়সী ওই নারীর নিজের কোনো সন্তান নেই। তিনি একটি সন্তান দত্তক নিয়েছিলেন।

নিজের সন্তান জন্মদানের আকাক্সক্ষা থেকে তিনি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছিলেন। পরে চিকিৎসকরা তাকে মা হওয়ার সম্ভাবনার কথা জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর