মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ব্রেক্সিটকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বললেন রানী

শুরু হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের দ্বিতীয় অধিবেশন। আর অধিবেশনের শুরুতে ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট কার্যকরকে সরকারের সর্বোচ্চ গুরুত দেওয়ার কথা বললেন দেশটির রানী এলিজাবেথ। তিনি বলেন, ৩১ অক্টোবর কীভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের নিরাপদ প্রস্থান হবে সেটাই আমার সরকারের অগ্রাধিকার।’ রানী বলেন, ৩১ অক্টোবরের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া সবসময়ই যুক্তরাজ্য সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল।  ইইউর সঙ্গে মুক্তবাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতাভিত্তিক নতুন সম্পর্ক কীভাবে গড়ে তোলা যায় সেটা নিয়েই কাজ করছে সরকার।

এদিন স্বাস্থ্য, পরিবেশ, অপরাধ নিয়ন্ত্রণ নিয়েও সরকারের নীতিমালা ঘোষণা করেন তিনি। তবে বিরোধী দল এটিকে ‘নির্বাচনী ইশতেহার’ হিসেবে প্রত্যাখ্যান করেছে। সেই সঙ্গে সরকারের এ নীতিমালাকে ‘উচ্ছাকাক্সক্ষী’ বলেও আখ্যায়িত করেছে তারা।

সর্বশেষ খবর