শিরোনাম
বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বোঝাপড়া ছাড়াই হচ্ছে ব্রেক্সিট

৩১ অক্টোবর চুক্তি কার্যকর করতে রানীর ইঙ্গিত

আসন্ন ইইউ শীর্ষ সম্মেলনের আগে ব্রিটেন ও ইইউর মধ্যে সমঝোতার সম্ভাবনা দেখছেন না একাধিক ইইউ নেতা। রানীর ভাষণের মাধ্যমে ব্রিটিশ সরকার অবশ্য ৩১ অক্টোবর ইইউ ত্যাগের অঙ্গীকার করেছে। আগামীকাল ও পরশু ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাকি সব বিষয়কে ছাপিয়ে সম্মেলনে ব্রেক্সিটই সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা। কিন্তু তার আগে দুই পক্ষের মধ্যে সমঝোতার আশা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। সবকিছু ভালোভাবে এগোলেও আগামী সপ্তাহের আগে কোনো চুক্তির রূপরেখার আশা দেখছেন না কূটনীতিকরা। বিশেষ করে আয়ারল্যান্ড, ফিনল্যান্ড ও স্পেন খোলাখুলি এমন আশঙ্কা প্রকাশ করেছে। অথচ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই শীর্ষ সম্মেলনেই ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত করে ৩১ অক্টোবর ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বার করে নিয়ে যেতে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো বিলম্ব বা জটিলতা চাইছেন না তিনি। প্রয়োজনে চুক্তি ছাড়াই ব্রেক্সিট কার্যকর করার অবস্থানে অটল রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আগামী শনিবার ব্রিটিশ পার্লামেন্টের এক জরুরি অধিবেশনে এক্ষেত্রে সব বাধা দূর করতে চান জনসন। গত সোমবার রানীর ভাষণের মাধ্যমে তিনি ব্রেক্সিটের প্রশ্নে তার সরকারের দৃঢ় প্রত্যয় তুলে ধরেন। ব্যাকস্টপ ব্যবস্থার বিকল্প হিসেবে আইরিশ সীমান্তের নিয়ন্ত্রণ এড়াতে ব্রিটেন যেসব প্রস্তাব দিয়েছে, তার ভিত্তিতে এখনো কোনো আইনি কাঠামো সৃষ্টি করা সম্ভব হচ্ছে না হলে জানা গেছে।

 

সর্বশেষ খবর