বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নিয়ম ভেঙে বুকার জিতলেন দুই নারী

নিয়ম ভেঙে বুকার জিতলেন দুই নারী

বহু বছরের নিয়ম আর রেকর্ড ভেঙে এ বছর বুকার পুরস্কার জিতেছেন দুই নারী। তারা হলেন কানাডিয়ান লেখিকা মার্গারেট অ্যাটউড ও ব্রিটিশ লেখিকা বার্নার্ডাইন এভারিস্টো। সোমবার বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বুকারের ইতিহাসে এটি মাত্র তৃতীয়বার  যৌথভাবে পুরস্কার জেতার ঘটনা। ১৯৯৩ সালে নিয়ম করা হয়েছিল, এই পুরস্কার আর কখনোই ভাগাভাগি করে  দেওয়া হবে না। কিন্তু, এবছর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গিয়ে বেশ বেকায়দায় পড়েন বিচারকরা। শুধু প্রথা ভেঙে যৌথভাবে পুরস্কার জেতাই নয়, এককভাবেও রেকর্ড গড়েছেন এবারের বিজয়ীরা। এটি মার্গারেট অ্যাটউডের দ্বিতীয়বার বুকার জয়। তাছাড়া, ৭৯ বছর বয়সে এ পুরস্কার জেতায় তিনি হচ্ছেন সবচেয়ে  বেশি বয়সী বুকারজয়ী। আর বার্নার্ডাইন এভারিস্টো হচ্ছেন বুকারজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ নারী।

সর্বশেষ খবর