বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
সন্ত্রাসবাদে অর্থ জোগান

পাকিস্তান ‘ডার্ক গ্রে’ তালিকায় নামছে!

আন্তর্জাতিক সন্ত্রাসবাদে অর্থ জোগানদাতাদের পর্যবেক্ষক সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) পাকিস্তানের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা পাঠিয়েছে। সন্ত্রাসবাদে সহযোগিতায় অবস্থান পরিবর্তন না করলে দেশটিকে ‘ডার্ক গ্রে’ (গাঢ় ধূসর) তালিকায় নামিয়ে দেওয়া হতে পারে বলে শেষবারের মতো হুঁশিয়ার করে দিয়েছে সংস্থাটি। এফএটিএফের চলমান অধিবেশনে উপস্থিত কর্মকর্তারা বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, পাকিস্তান যথাযথ অবস্থান না নেওয়ায় অন্য সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

সন্ত্রাসের বিরুদ্ধে অর্থায়ন ও অর্থ পাচার বিষয়ে পর্যবেক্ষণকারী বৈশ্বিক এ সংগঠনটি দেখতে পেয়েছে, সন্ত্রাসে অর্থায়ন ও অর্থ পাচার বিষয়ে ৪০টি পরিমাপকের মধ্যে ৩২টি পূরণ করতে পারেনি পাকিস্তান। এর সঙ্গে জড়িত একজন কর্মকর্তা বলেছেন, যথেষ্ট পারফরমেন্সের অভাবে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে এফএটিএফ। সোমবার এ নিয়ে আলোচনা হয়েছে। তাই এর পরিচালনা পরিষদ পাকিস্তানকে আরও কালো তালিকাভুক্ত করার বিষয়ে বিবেচনা করছে। এফএটিএফ ১৮ অক্টোবর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পাকিস্তান যদি ‘ডার্ক গ্রে’ তালিকায় ঢুকে পড়ে তাহলে আইএমএফ, বিশ্বব্যাংক ও ইইউয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া দেশটির জন্য খুব কঠিন হয়ে যাবে। এতে পাকিস্তানের আর্থিক অবস্থা আরও অনিশ্চিত হয়ে পড়বে।

সর্বশেষ খবর