বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বাবরি মসজিদের জায়গা নিয়ে মামলার শুনানি শেষ, রায় স্থগিত

বাবরি মসজিদের জায়গা নিয়ে মামলার শুনানি শেষ, রায় স্থগিত

ভারতের সুপ্রিম কোর্টে অবশেষে অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ ভূমি বিরোধ সংক্রান্ত মামলার শুনানি  শেষ হয়েছে। টানা ৪০ দিন শুনানি হওয়ার পর গতকাল তা শেষ হয়। ওই মামলার রায় দান আপাতত

স্থগিত রেখেছে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। গতকাল যে এই শুনানি পর্ব শেষ হতে পারে তা এ দিন সকালেই জানিয়ে

দিয়েছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। শুনানির জন্য এ দিন আরও কিছুটা সময়  চেয়েছিলেন এক আইনজীবী। তার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, ‘যথেষ্ট হয়েছে। আজ বিকাল পাঁচটায় অযোধ্যা শুনানি শেষ হতেই হবে।’ প্রসঙ্গত, আগামী ১৭ নভেম্বর অবসর নিতে চলেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। প্রধান বিচারপতি অবসরে যাওয়ার আগে এই মামলার রায় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কট্টোর হিন্দুদের দাবি ওই জমিতে রামের জন্ম এবং  সেখানে থাকা পুরনো  মন্দির  গুঁড়িয়েই  বাবরি 

মসজিদ নির্মাণ করা হয়েছিল। আর এই বিশ্বাস থেকেই ১৯৯২ সালের ডিসেম্বরে কট্টর হিন্দুত্ববাদীরা ষোড়শ শতকে নির্মিত ওই মসজিদটি

ভেঙে ফেললে ভারতজুড়ে ভয়াবহ দাঙ্গা দেখা দিয়েছিল।

আর ভারতের মুসলিমদের দাবি, ১৯৮৯ সালের আগে অযোধ্যার এ স্থানকে  হিন্দুরা কখনোই রামের জন্মভূমি হিসেবে দাবি করেনি। তারা ১৯৯২ সালে ভেঙে ফেলা বাবরি মসজিদকে আগের স্থানেই পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।

সর্বশেষ খবর