শিরোনাম
শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নেতাদের কারাদন্ডে বার্সেলোনায় তুমুল বিক্ষোভ, সড়কে আগুন

  নেতাদের কারাদন্ডে বার্সেলোনায় তুমুল বিক্ষোভ, সড়কে আগুন

স্পেনের আদালত কাতালান নেতাদের দেশদ্রোহী আখ্যা দিয়ে কারাদ- দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বার্সেলোনায় -এএফপি

স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়াকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে চাওয়া রাজনৈতিক নেতাদের কারাদন্ডের প্রতিবাদে বার্সেলোনাজুড়ে বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বুধবার শহরটির বিভিন্ন সড়কে গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এবং পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০১৭ সালে উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়ার বিভক্ত হওয়ার তাড়না পুরো স্পেনকে কাঁপিয়ে দিয়েছিল। সোমবার দেশটির সুপ্রিম কোর্ট ওই আন্দোলন, গণভোট এবং তার পরবর্তী স্বাধীনতা ঘোষণা সংক্রান্ত কর্মকান্ডে জড়িত নয় রাজনীতিবিদ ও নেতাকে সর্বোচ্চ ১৩ বছর পর্যন্ত কারাদন্ড দিলে বিক্ষুব্ধরা ফের রাস্তায় নামে। বুধবার দিনভর সুপ্রিম কোর্টের ওই রায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখা গেলেও রাতে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়। কাতালান আঞ্চলিক সরকারের নেতা কুইম তোরা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীরা কর্মকর্তাদের লক্ষ্য করে মলোটোভ ককটেল, পেট্রলবোমা ও এসিড ছুড়েছে বলে দাবি পুলিশের।

সর্বশেষ খবর