শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ট্রাম্পের চিঠি ‘ডাস্টবিনে ছুড়ে ফেলেছেন’ এরদোগান

ট্রাম্পের চিঠি ‘ডাস্টবিনে ছুড়ে ফেলেছেন’ এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের    লেখা একটি চিঠি ‘ডাস্টবিনে ছুড়ে ফেলেছেন’ বলে বিবিসি জানতে পেরেছে। গত ৯ অক্টোবর এই চিঠিটি লেখা হয় এবং সিরিয়া থেকে   মার্কিন সৈন্য প্রত্যাহারের পর এটা ওয়াশিংটন থেকে আঙ্কারায় পাঠানো হয়। এতে এরদোগানকে লক্ষ্য করে ট্রাম্প মন্তব্য করেন : ‘কঠিন হবেন না। বোকামি করবেন না’।

বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের ওই চিঠি অনেক ক্ষেত্রে কূটনীতিক শিষ্টাচারকে অতিক্রম করেছে। ট্রাম্প ওই চিঠিতে কূটনৈতিক শিষ্টাচার না মেনে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বোকার মতো আচরণ করবেন না। অভিযান খুব বেশি হয়ে গেলে নিষেধাজ্ঞার মাধ্যমে তুরস্কের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হবে।’ তিনি ওই চিঠি এক চাঁচাছোলা হুমকির মাধ্যমেই শুরু করেছেন। সেখানে ট্রাম্প আরও উল্লেখ করেন, ‘আপনি নিশ্চয়ই হাজার হাজার মানুষকে হত্যা করতে চাইবেন না। আমি আপনার কিছু সমস্যা সমাধানে অনেক পরিশ্রম করেছি। বিশ্বকে হতাশ করবেন না। আপনি যদি এখন সঠিক ও মানবিক আচরণ করেন তবে ইতিহাস আপনাকে মনে রাখবে। আর যদি ভালো কাজ না হয় আপনাকে শয়তান রূপে দেখবে। এতটা কঠিন হবেন না।’ তুর্কি সংসদে বিবিসির সূত্রগুলো জানাচ্ছে, এরদোগান ওই চিঠিকে পুরোপুরি খারিজ করে দিয়েছেন। এই চিঠি যেদিন তুরস্কের হাতে পৌঁছয় সেদিনই তুর্কি সামরিক বাহিনী সীমান্ত অতিক্রম করে উত্তর সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। উত্তর সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর ট্রাম্পের বিরুদ্ধে কড়া সমালোচনা হয়েছে। অনেকেই বলছেন, এই প্রত্যাহারের মধ্য দিয়ে তুরস্কের সেনা অভিযানের প্রতি একটা ‘সবুজ সংকেত’ দেওয়া হয়েছে। কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনার একটা বড় অংশ এসেছে তার নিজের দল থেকে। সৈন্য প্রত্যাহার প্রশ্নে মার্কিন সংসদের স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে ট্রাম্পের বৈঠকে উত্তপ্ত তর্কবিতর্ক হয়েছে বলেও জানা যাচ্ছে।

সর্বশেষ খবর