শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
জলবায়ু পরিবর্তন

বিক্ষোভকারীদের বাধায় লন্ডনে রেল চলাচলে বিঘ্ন

জলবায়ু পরিবর্তন ঠেকাতে বিশ্ব নেতাদের উদাসীনতার অভিযোগ তুলে সর্বাত্মক আন্দোলন চলছে লন্ডনে। এর অংশ হিসেবে গতকাল বিক্ষোভকারীদের বাধার মুখে লন্ডনের রেল চলাচল বিঘিœত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ। গতকাল ভূগর্ভস্থ একটি ট্রেনের ছাদে ওঠা এক বিক্ষোভকারী ক্ষুব্ধ যাত্রীদের মারধরেরও শিকার হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পরিবেশবাদী আন্দোলন ‘এক্সটিংকট রেবিলিয়নের’ ডাক দেওয়া আইন অমান্য কর্মসূচির দ্বিতীয় সপ্তাহে এ ঘটনা ঘটল। লন্ডনের আন্দোলনকারীরা জলবায়ু পরিবর্তনের হুমকির দিকে নজর ফেরাতে এর আগে বিভিন্ন সরকারি ভবন, স্থানীয় একটি বিমানবন্দর ও ব্ল্যাকরকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে বিঘ্ন ঘটাতে চেষ্টা চালিয়েছিল। পরিবেশবাদী এ গোষ্ঠীটির প্রতিবাদ কৌশলের সমালোচনা করে লন্ডনের মেয়র, পুলিশ ও যাত্রীরা গণপরিবহনকে ভ্রমণের সবচেয়ে পরিবেশবান্ধব উপায় হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। অনেকে ‘এক্সটিংকট রেবিলিয়নের’ কর্মকা-কে নৈরাজ্য হিসেবেও অভিহিত করেছেন।

 

সর্বশেষ খবর