শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

উত্তপ্ত কাশ্মীর, এক দিনে নিহত ৫

ভারতের কঠোরতা কিছুটা কমার পর কাশ্মীর উপত্যকায় রক্তক্ষয় বেড়েছে। এক দিনেই সেখানে পাঁচজনের প্রাণ ঝরেছে। বুধবার তিন বিচ্ছিন্নতাবাদীকে হত্যার কথা জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অন্যদিকে সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন দুই বেসামরিক নাগরিক। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগস্টে বিশেষ মর্যাদা বাতিলের পর এটি অন্যতম একটি রক্তাক্ত দিন। ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে  কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে বিভক্ত করার ঘোষণা  দেওয়া হয়। ওই সময় বিক্ষোভের আশঙ্কায় কাশ্মীরে ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সরকার। এর ৭২ দিন পর গত সোমবার প্রিপেইড মুঠোফোনের সংযোগ চালু করা হয়।

 

সর্বশেষ খবর