শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ফের ইরানের সঙ্গে চুক্তির আগ্রহ যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক বলেছেন, তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতিতে অটল থাকবে ওয়াশিংটন। বুধবার মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির এক শুনানিতে তিনি এ কথা জানান। তবে হুক ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপকে ‘কূটনৈতিক প্রচেষ্টা’ বলে দাবি করেন। তিনি বলেন, ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত থাকবে। তার মন্তব্যে, এর মাধ্যমেই ইরান একটি চুক্তিতে পৌঁছতে রাজি হবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের তৎপরতা, দেশটির ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি এবং ইরানে আটক মার্কিন বন্দীদের ভাগ্যসহ এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সম্ভাব্য চুক্তির অন্তর্ভুক্ত করতে হবে। সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে দেওয়া বক্তব্যে এই মার্কিন কর্মকর্তা ইরানের বিরুদ্ধে নানা অভিযোগও তোলেন। তবে  ইরানকে আমেরিকার আকাক্সক্ষা অনুযায়ী পরিচালনা করার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তেহরান ওয়াশিংটনের কাছে বিন্দুমাত্র নতিস্বীকার করেনি।

 

সর্বশেষ খবর