শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ডায়ানার তিন দশক পর একই মসজিদে কেট

ডায়ানার তিন দশক পর একই মসজিদে কেট

ব্রিটিশ রাজপরিবারের ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন পাঁচ দিনের পাকিস্তান সফর শেষ করছেন। তিন দশক আগে পাকিস্তান সফরকালে প্রিন্সেস ডায়ানা যেমন সাজে পাকিস্তানের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছিলেন, তেমন সাজেই যেন নিজেকে সাজিয়ে ঘুরছেন তার পুত্রবধূ কেট মিডলটন। সফরের চতুর্থ দিন বুধবার প্রিন্সেস ডায়ানার স্মৃতিবিজড়িত উপজাতি এলাকা পরিদর্শন করেন উইলিয়াম ও কেট। সেই সঙ্গে তারা লাহোরের বাদশাহী মসজিদ পরিদর্শন করেন, যেখানে ২৮ বছর আগে এসেছিলেন ডায়ানা। ১৯৯১ সালে পাকিস্তানের এই মসজিদটি পরিদর্শনকালে প্রিন্সেস ডায়ানা সালোয়ার-কামিজ ও মাথায় কালো রঙের স্কার্ফ পরেছিলেন। নিজেকে যেন সেভাবেই সাজিয়ে নিতে চেয়েছিলেন কেট। মসজিদটি পরিদর্শনকালে তার সেই সাজ প্রিন্সেস ডায়ানার কথাই মনে করিয়ে দেয়। বর্তমান সরকারপ্রধানের সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের একটি সম্পর্ক আছে। প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানা পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের বন্ধু ছিলেন।

সর্বশেষ খবর