শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বাবরি মসজিদের দাবি ছাড়ছেন না মুসলিমরা

বাবরি মসজিদের দাবি ছাড়ছেন না মুসলিমরা

এর আগে হিন্দুদের একটি পক্ষ দাবি করে ভারতের সর্বোচ্চ আদালতের রায়ের আগে বাবরি মসজিদের ভূমির মালিকানা ছেড়ে দিচ্ছে মুসলমানরা। তবে সেই কথা অস্বীকার করেছে মামলার মুসলমান পক্ষ। গতকাল জমিয়তে উলেমা হিন্দ ও অপর মুসলমান পক্ষের এক আইনজীবী এই দাবি করেছেন। আইনজীবী এজার মকবুলের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা স্পষ্ট করে বলতে চাই, সুপ্রিম কোর্টে আবেদনকারীরা কোনো প্রস্তাবে সম্মত হইনি, যা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। অথবা ভূমির মালিকানা ছেড়ে দিয়ে সমঝোতায় আমরা রাজি হইনি। ওই জায়গা নিয়ে মামলা চলছে ৬০ বছর ধরে।

সর্বশেষ খবর