শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সিরিয়ায় যুদ্ধবিরতি চুক্তির পরও হামলা অব্যাহত

পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে নিয়ে তুরস্কে সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ঘোষণা দিয়েছেন সিরিয়ায় সামরিক অভিযান বন্ধে পাঁচ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আঙ্কারা। কিন্তু এ ঘোষণার পরও তুর্কি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক অনলাইন প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে, গতকাল রাস আল আইন শহরে বিরতিহীনভাবে কামান ছোড়া ও সামরিক অভিযান অব্যাহত রেখেছে তুর্কি সেনারা। গত নয় দিন ধরে চলা তুর্কি অভিযানের মূল দুটি এলাকার মধ্যে এটি একটি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তিনি সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিবিরোধী অভিযান ৫ দিনের জন্য বন্ধ রাখছেন। তিনি এ সময়ের মধ্যে সীমান্তের ৩০ কিলোমিটার এলাকা থেকে কুর্দি গেরিলাদের সরে যাওয়ার শর্তও দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

 

সর্বশেষ খবর