শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তান সময় পেল চার মাস

বিশ্বব্যাপী সন্ত্রাসবাদে অর্থ জোগানদাতাদের পর্যবেক্ষক সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) দেওয়া ২৭টি লক্ষ্যের মধ্যে মাত্র ছয়টিতে পাস করেছে পাকিস্তান। এই অবস্থার উন্নতি করতে না পারলে দেশটিকে কালো তালিকাভুক্তি করা হবে। তাই সন্ত্রাসবাদে অর্থ জোগান বন্ধ করতে সংস্থাটি পাকিস্তানকে চার মাস সময় বেঁধে দিয়েছে। গতকাল আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, পর্যবেক্ষক সংস্থাটি চার মাসের মধ্যে লক্ষ্যগুলো পূরণ করতে না পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কালো তালিকাভুক্তি হলে এফএটিএফ তার সদস্য দেশগুলোর সব আর্থিক প্রতিষ্ঠান পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বা লেনদেনের বিষয়ে বিধিনিষেধ আরোপ করবে।

সর্বশেষ খবর