শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আইএস বন্দীদের নিয়ে ইরাক-ফ্রান্স আলোচনা

ফ্রান্সের শীর্ষ কূটনীতিক বৃহস্পতিবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে ফরাসি নাগরিকসহ আইএস বন্দীদের সরিয়ে বাগদাদে তাদের বিচার করার বিষয়ে আলোচনা করেছেন। সিরিয়ার এই অঞ্চলে বর্তমানে তুরস্ক অভিযান চালাচ্ছে। ইউরোপীয় সরকারগুলোর আশঙ্কা তুরস্কের এ অভিযানের কারণে প্রায় ১২ হাজার সন্দেহভাজন আইএস জঙ্গি পালিয়ে যেতে পারে। সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের হাতে তারা আটক রয়েছে। এদের মধ্যে ৬০ জন ফরাসি নাগরিকসহ হাজার হাজার বিদেশিও রয়েছে।

সর্বশেষ খবর