সোমবার, ২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর পেছানোর অনুরোধের পরও ৩১ অক্টোবরই ব্রেক্সিট

আর সাকুল্যে দিন দশেক বাকি। এর মধ্যেই ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে হবে। তারপরেও ব্রিটিশ প্রধানমন্ত্রী ও কট্টর ব্রেক্সিটপন্থি বরিস জনসন ইইউ কর্তৃপক্ষকে গত শনিবার একটি স্বাক্ষরবিহীন চিঠি পাঠান ব্রেক্সিট কার্যকরের সময় পেছানোর জন্য। কিন্তু গতকাল যুক্তরাজ্য সরকার জানাল, ৩১ অক্টোবরেই ব্রেক্সিট সম্পন্ন হবে। গত সপ্তাহে একটি সফল চুক্তির বিষয়ে একমত হয় ইইউ ও ব্রিটেন। এরপর খুশি হয়েই ব্রাসেলস থেকে ব্রিটেনে ফেরেন প্রধানমন্ত্রী জনসন। কিন্তু শনিবার ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তির ধারাবাহিকতায় কয়েকটি ধারা পাস করাতে ব্যর্থ হন জনসন। ব্রিটিশ মন্ত্রী মাইকেল গোভ বলেন, আমরা ৩১ অক্টোবরেই ইইউ ছাড়ছি। এমনটি করার সামর্থ্য ও যোগ্যতা আমাদের রয়েছে। প্রধানমন্ত্রীর দেরির অনুরোধের চিঠির বিষয়ে গোভ বলেন, ইইউকে ওই চিঠি পাঠানো হয়েছে, কারণ পার্লামেন্টকে তা করতে হবে... কিন্তু তাই বলে পার্লামেন্ট প্রধানমন্ত্রীর মন পরিবর্তন করতে পারবে না,  সরকারের নীতি কিংবা সংকল্পকেও পরিবর্তন করতে পারবে না।

সর্বশেষ খবর