মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ক্ষোভে জ্বলছে চিলি, নিহত ৭

ক্ষোভে জ্বলছে চিলি, নিহত ৭

চিলিতে অস্ত্রে সজ্জ্বিত সাঁজোয়া যানকেও ভয় পাচ্ছেন না আন্দোলনকারীরা -এএফপি

বাস-মেট্রোর ভাড়া বাড়ানোর প্রতিবাদে উত্তপ্ত চিলি। বিক্ষোভের তৃতীয় দিনই কমপক্ষে সাতজনের প্রাণহানি ঘটেছে। গতকাল বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষের সময়ে আগুন লাগিয়ে দেওয়া হয় সান্তিয়োগোর একটি সুপারমার্কেটে। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান দুজন। পরে নিহতের সংখ্যা দাঁড়ায় সাতজনে। সামাজিক ও আর্থিক অব্যবস্থা নিয়ে গত এক সপ্তাহ যাবৎ ফুঁসছে লাতিন আমেরিকার দেশটি। সমাজে ধনী ও দরিদ্র শ্রেণির মধ্যে আর্থিক অবস্থার ব্যাপক ফারাক নিয়ে ক্ষুব্ধ দেশের একটি বড় অংশ। তার ওপরে জুড়েছে জীবনযাত্রার বিপুল খরচ। অশান্তি চরমে ওঠে মেট্রোর ভাড়া বাড়ায়। দক্ষিণ আমেরিকার বৃহত্তম ও আধুনিকতম ৯০ মাইলের এই মেট্রো পরিষেবা চিলির অন্যতম গর্ব। গত জানুয়ারিতেই ২০ পেসো করে ভাড়া বেড়েছে। তারপরই ফের ভাড়া ৮০০ থেকে ৮৩০ পেসো হয়ে যাওয়ায় খেপে ওঠে সাধারণ মানুষ। যদিও প্রেসিডেন্ট জানিয়েছেন, মুদ্রার দাম ওঠানামার কারণে পরিবহনের ভাড়া বাড়ানো প্রয়োজন ছিল। গতকাল বহু মেট্রো  স্টেশনে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

সর্বশেষ খবর