বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জাপান সম্রাটের জমকালো অভিষেক

জাপান সম্রাটের জমকালো অভিষেক

জাপানের রাজধানী টোকিওর কেন্দ্রস্থলে অবস্থিত সম্রাটের প্রাসাদে স্থানীয় সময় গতকাল বেলা ঠিক ১টায় বেজে ওঠে ঢোল। এর মধ্য দিয়ে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠান। এর আগে দুপুর সাড়ে ১২টা থেকে প্রধানমন্ত্রী শিনজো আবে, সংসদের দুই কক্ষের প্রধানরা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মূল অনুষ্ঠানকক্ষে নিজ নিজ আসনে গিয়ে বসেন। রীতিমাফিক সাড়ম্বর এ আয়োজনে বিশ্বের ১৭০টিরও বেশি দেশের প্রতিনিধিরা আসন গ্রহণ করেন। এর মধ্য দিয়ে শুরু হয় সম্রাটের অপেক্ষা।

আর নতুন সম্রাটের অভিষেকের মধ্য দিয়ে জাপানি সাম্রাজ্যের ইতিহাসে নতুন ‘রেইওয়া’ যুগের সূচনা হলো। রেইওয়া শব্দের অর্থ শৃঙ্খলা ও ঐকতান। গতকাল টোকিওর ইমপেরিয়াল প্যালেসের ‘হল অব পাইনে’ রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে জাপানের ‘তাকামিকুরা’ (চন্দ্রমল্লিকা) সিংহাসনে আরোহণ করেন ৫৯ বছর বয়সী নারুহিতো। এর মধ্য দিয়ে তিনি অভিষিক্ত হন জাপানের ১২৬তম সম্রাট হিসেবে। নেদারল্যান্ডসের রাজা উইলিয়াম আলেক্সান্ডার, স্পেনের রাজা ফিলিপ, বেলজিয়ামের রাজা ফিলিপ, ভুটানের রাজা জিগমে খেসার নামগেয়েল ওয়াংচুক, ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস অংশ নেন জাপানের নতুন সম্রাটের অভিষেকে। নারুহিতোর বাবা ইমেরিটাস সম্রাট আকিহিতো ৮৫ বছর বয়সে গত ৩০ এপ্রিল স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেন।

সর্বশেষ খবর